সরকারি স্কুল কলেজে নিয়োগ হবে ৫ হাজার জনবল

মাউশিসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসায় পাঁচ সহস্রাধিক জনবল নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ জনবল নিয়োগ করবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এ জনবল নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

 

মাউশির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়োগকৃতদের পদায়ন হবে অধিদফতরাধীন সব সরকারি স্কুল, কলেজ ও মাদরাসায়। শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পদগুলো হলো প্রদর্শক, শরীরচর্চা শিক্ষক, গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর

 

Post MIddle

কিপার-ক্যাশিয়ার, হিসাব সহকারী, মেকানিক কাম ইলেকট্রিশিয়ান, বুক সর্টার, এমএলএসএস ও সুইপার। মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) এবং নিয়োগ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ৫ হাজারের বেশি পদ শূন্য থাকলেও নিয়োগ দেয়া যাচ্ছিল না নানা জটিলতায়। তিনি জানান, কয়েক দিনের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২০১২ সালে ১ হাজার ৯৬৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নানা জটিলতায় ওইসব পদে নিয়োগ দেয়া যায়নি। এখন ওইগুলোসহ মোট ৫ হাজারের বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে কয়েক দিনের মধ্যে। পুরনো আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।

 

অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে সারা দেশে ৬৫০-এর বেশি সরকারি স্কুল, কলেজ ও মাদরাসার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ৫ হাজারেরও বেশি পদ শূন্য পড়ে রয়েছে। এসবের কিছু কিছু পদে কাজ নেই মজুরি নেই ভিত্তিতে নিয়োগ দেয়া অস্থায়ী লোক দিয়ে কাজ চালাচ্ছেন প্রতিষ্ঠানপ্রধানরা। এতে প্রতিষ্ঠানের অহেতুক আর্থিক খরচ বেড়ে যাচ্ছে। যেমন ঢাকা কলেজে প্রায় ২০০, তিতুমীর কলেজে ১৫০ এবং ইডেন কলেজে ১০০-এর বেশি লোককে কাজ নেই মজুরি নেই ভিত্তিতে অস্থায়ী নিয়োগ দেয়া হয়েছে। সূত্র-আলোকিত বাংলাদেশ।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট