শিক্ষকদের মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: ঢাবি ভিসি

০০ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের হাত ধরে আমাদের শিক্ষাজীবন শুরু হয়েছে। জীবনকে সফল করতে হলে তাদের সম্মান করতে হবে। সেজন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের সম্মান, বেতন-ভাতা দিয়ে নির্ধারণ করা যাবে না। তাদের মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্যাডিজ অনুষদের কনফারেন্স হলে জাতীয় প্রাথমিক সহকারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ও শিক্ষকের মানোন্নয়নে প্রতিনিধি সম্মেলন ২০১৬-এ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

 

Post MIddle

সংগঠনের সভাপতি শাহীনূর আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান। ভিসি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করা আমাদের দায়িত্ব। পাশাপাশি শিক্ষকের মর্যাদা-সম্মানকেও প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। তাই শিক্ষাসংক্রান্ত সবকিছুতেই আমাদের পাশে থাকে সরকার।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট