জাবিতে ৩দিনব্যাপী নবীনবরণ নাট্য উৎসব

জাথি

‘হে নবীণ প্রস্ফুটিত হও শিল্পবনে’ শ্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করেছে ৩দিনব্যাপী নবীন বরণ নাট্য উৎসব-২০১৬।

 

 

 

 

Post MIddle

বৃহস্পতিবার (৫ মে) সংগঠনটির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম তঞ্চঙ্গ্যা পিয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, প্রতি বছরের ন্যায় এবারো ক্যাম্পাসে নতুন বর্ষের শিক্ষার্থীদের আগমন উপলক্ষে আয়োজন করতে যাচ্ছি ৩দিনব্যাপী নবীন বরণ নাট্য উৎসব। এ নাট্য উৎসবটি তনুদের জন্য উৎসর্গ করা হবে।

 

 

 

 

 

অনুষ্ঠানের প্রথম দিন ৮মে থাকছে মান্নান হীরা রচিত ও আরিফুল ইসলামের নির্দেশিত নাটক ‘বউ’। দ্বিতীয় দিন ৯মে থাকছে খুশবন্ত সিং রচিত ও মঈনুল হক তারিফ নির্দেশিত নাটক ‘ট্রেন টু পাকিস্থান’। অনুষ্ঠানের ৩য় দিন থাকছে বাংলাদেশ পথ নাটক পরিষদের আয়োজনে মান্নান হীরা রচিত ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নির্দেশিত নাটক ‘শিকারী’।

 

 

 

 

প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় সেলিম আল দীন মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পছন্দের আরো পোস্ট