হাবিপ্রবিতে আইসিটি সমঝোতা স্মারক স্বাক্ষর

হাবিপ্রবিআইসিটি সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, ইমেন্ট অ্যান্ড গভর্নেন্স, আর্নস্ট অ্যান্ড ইয়ং এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মধ্যে মঙ্গলবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 

Post MIddle

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর রুহুল আমিনের উপস্থিতিতে তার অফিস কক্ষে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান, এলআইসিটির পক্ষে আইসিটি ডিভিশনের যুগ্ম সচিব সরকার মোঃ আবুল কালাম আজাদ এবং আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের বিজনেস অ্যাডভাইজরি সার্ভিসের পরিচালক কামলেস ভায়াস স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোঃ আবদুল্লাহ আল মামুনসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের মাধ্যমে আইসিটি বিষয়ে ২০১৮ সাল পর্যন্ত হাবিপ্রবির শিক্ষার্থীরা প্রশিক্ষণের সুযোগ পাবেন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট