জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের দাবি বেফাকের
জাতীয় শিক্ষা নীতি-২০১০ ও শিক্ষা আইন-২০১৬ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেফাকুলক মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) নামক একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা শিক্ষানীতি ও আইন বাতিল, পাঠ্য পুস্তক থেকে হিন্দুত্ববাদী ও ইসলাম বিদ্বেষী কবিতা, গল্প ও রচনাবলী বাদ দেওয়া এবং এ দেশের ৯২ ভাগ মুসলিম জনগণের চিন্তা, বিশ্বাস ও ভাবনার প্রতি শ্রদ্ধার বহি:প্রকাশ ঘটাতে হবে।
সংবাদ সম্মেলনে এ বছরের এইচ এস সি পরিক্ষার ঢাকা ও চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন পত্রের ইসলাম ধর্মের অবমাননার অভিযোগ করা হয় এবং পাঠ্য পুস্তক প্রণয়নে দক্ষ ও বিজ্ঞ আলেমগণের পরামর্শ গ্রহণের সুপারিশ করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি আল্লামা নূর হোসেন কাশেমীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মহাসচিব আল্লামা আব্দুল জব্বার জাহানাবাদী, কার্যকারী সদস্য আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক প্রমুখ।#
আরএইচ