গ্রীষ্মের ছুটিতেও চলবে রাবির আন্দোলন

13161274_1709383662635516_188104528_oরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে এবারের গ্রীষ্মের ছুটিতেও আন্দোলন চালিয়ে যাবে ইংরেজি বিভাগ। বুধবার দুপুর সাড়ে ১২টায় ওই বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিভাগের সভাপতি ড. এ.এফ.এম. মাসউদ আখতার।

 

সংবাদ সম্মেলনে ড. এ.এফ.এম. মাসউদ আখতার বলেন, ‘এ মাসের ৭ তারিখ থেকে গ্রাষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আমাদের অধ্যাপক রেজাউল করিম হত্যার আন্দোলন অব্যাহত থাকবে।’

 

Post MIddle

এদিকে এ হত্যাকা-ের বিচারের দাবিতে রাবির প্যারিস রোডে বেলা ১১টায় রাবি শিক্ষক সমিতি মানববন্ধনের আয়োজন করে। এসময় সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক নীলুফার সুলতানা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেন দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এভাবে মানুষ হত্যা করে দেশের উন্নয়ন করে লাভ কী? অর্থনীতির জন্য মানুষ নাকি মানুষের জন্য অর্থনীতি!’

 

এর আগে একই স্থানে সকাল ১০টা থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, ইংরেজি, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন, প্রতিবাদ র‌্যালি করে করেছে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন রাজশাহী এক মানববন্ধনের আয়োজন করে।

 

মানববন্ধনে রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘রাবির চার শিক্ষককে এ পর্যন্ত নৃশংসভাবে হত্যা করা হলো। কিন্তু এ পর্যন্ত একটি হত্যারও কোনো ফল দেখতে পাইনি। এদিকে দেশেও প্রতিদিন একটার পর একটা হত্যাকা- হতে চলেছে। আমাদের জীবনের এখন কোন নিরাপত্তা নেই। কখন যে আমাদের হত্যা করা হবে তারও ঠিক নেই। আমরা বেঁচে আছি আমাদের কারণে নয়, আমাদের হত্যা করা হচ্ছে না বলে আমরা বেঁচে আছি।’

 

 

পছন্দের আরো পোস্ট