উচ্চশিক্ষায় জার্মানীর ডাড স্কলারশীপ
জার্মানিতে পোস্ট-গ্রাজুয়েট ও ডক্টরাল রিসার্চ এর জন্য স্কলারশীপ দেয়া হবে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদেরকে এ স্কলারশীপ দিবে বিদেশী শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষার বাইবেলখ্যাত ডাড। এখানে বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।আগ্রহী শিক্ষার্থীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।
কোর্স লেভেল: মাস্টার্স ও ডক্টরাল রিসার্চ।
বিষয়: উন্নয়ন অধ্যয়ন সম্পর্কিত যে কোন বিষয়। যে বিষয়গুলোতে পড়ার জন্য স্কলারশীপ দেয়া হবে সেগুলোর জন্য এখানে ক্লিক করুন।
পরিমাণ:
- মাস্টার্স এর জন্য মাসিক ৭৫০ ইউরো ও পিএইচডির জন্য ১০০০ ইউরো স্কলারশীপ দেয়া হবে।
- চিকিৎসা, অভ্যন্তরীণ যাতায়াত, আবাসন সহ প্রয়োজনীয় সকল খরচ
- রাউন্ড ট্রিপ এয়ার-টিকেট
মেয়াদ: কোর্স ভেদে ১২ থেকে ৩৬ মাস।

যোগ্যতা:
- শিক্ষার্থীর সর্বশেষ একাডেমিক ডিগ্রি অনধিক ছয় বছরের মধ্যে হতে হবে।
- ডক্টরাল রিসার্চের জন্য কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
- মাস্টার্সে আবেদন করার জন্য ব্যচেলর ডিগ্রি ও পিএইচডিতে আবেদন করার জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ।
ভাষাগত যোগ্যতা: ভাষাগত যোগ্যতা ইউনিভার্সিটি ভেদে ভিন্ন। কিছু বিশ্ববিদ্যালয় আইএলটিএস চায়। আবার কিছু জার্মান ভাষা। আবেদন করার সময় এ বিষয়ে খেয়াল রাখতে হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- ডাড অ্যাপ্লিকেশন ফর্ম
- কারিকুলাম ভিটা
- মোটিভেশন লেটার
- রিসার্চ পেপার (যদি থাকে)
- বিশ্ববিদ্যালয়ের রিকমেন্ডেশন লেটার
- পিএইচডি’র শিক্ষার্থীদের জন্য প্রফেশনাল রিকমেন্ডেশন (যদি থাকে)
- সকল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন পত্র ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।