হার্ভার্ডেই পড়বেন মালিয়া

featured-image1-900x477-c-centerযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া তার  মা-বাবার পথেই হাঁটতে যাচ্ছে। স্নাতক ডিগ্রি অর্জনের জন্য মা-বাবার মতো সেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ল স্কুলে পড়বে। হাইস্কুলের পড়ালেখা শেষ করার পর এক বছর বিরতি নেবে মালিয়া। তারপর ২০১৭ সালে শরৎকালীন সেশনে হার্ভার্ডে শুরু হবে তার স্নাতক পর্যায়ের পড়ালেখা। হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে গত রবিবার সংবাদমাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে।

 

Post MIddle

তবে শিক্ষা বিরতিতে থাকাকালে মালিয়া কী করবে, এ ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি। সাধারণত ভ্রমণ, খণ্ডকালীন কাজ, প্রশিক্ষণ বা অন্য কোনো অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষার্থীরা স্বেচ্ছায় শিক্ষা বিরতিতে থাকে। সে হিসেবে মালিয়া কোথায় কী বিষয়ে পড়াশোনা করবে- তা নিয়ে কৌতুহল রয়েছে। মালিয়া ও তাঁর বোন সাশা অভিজাত স্কুল সিডওয়েল ফ্রেন্ডস’র শিক্ষার্থী।

পছন্দের আরো পোস্ট