শেকৃবিতে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
দুর্বৃত্তের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আহ্বানে সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সোমবার সকাল ১০টা থেকে তিন ঘণ্টা কর্মবিরতি, কালো ব্যাচ ধারণ ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন শেকৃবির অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক সেকেন্দার আলী, সহকারী অধ্যাপক দেবু ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক জাভেদ আজাদ মিসাদ, প্রভাষক মির্জা মোবাশ্বেরুল হকসহ অনেকেই।

শিক্ষকদের কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।##
লেখাপড়া২৪.কম/এমএইচ