কর্মবিরতিতে ডুয়েট শিক্ষক সমিতি

DSC08187রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর শিক্ষক সমিতি গতকাল সোমবার তিন ঘন্টার কর্মবিরতি, কালোব্যাজ ধারণ এবং অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছেন।

 

Post MIddle

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আয়োজিত এ কর্মবিরতি অনুষ্ঠানে সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রাজু আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকান্ডের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। একইসঙ্গে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

 

 

পছন্দের আরো পোস্ট