বাঁধন বঙ্গবন্ধু হল ইউনিটের নবীন বরণও ডোনার সম্মাননা
গত (৩০ এপ্রিল) শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বাঁধন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ইউনিটের নবীন বরণ ও ডোনার সম্মাননা হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো: মফিজুর রহমান এবং বাঁধন হল ইউনিটের উপদেষ্টা শিক্ষক মোহাম্মদ রাকিব উদ্দীন ভূইয়া।
বাঁধন হল ইউনিটের সভাপতি মো. হাবিবুল্লাহ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেডের পরিচালক ডা. এম এ জলিল। এ সময় হলের হাউস টিউটর, বাঁধনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।