ঢাবিতে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কেন্দ্রের বিশেষ বক্তৃতা

_DSC0001ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস এন্ড ইন্টার কালচারাল ডায়লগ-এর যৌথ উদ্যোগে সোমবার বিকেলে আর সি মজুমদার আর্টস মিলনায়তনে “The Baha’I Community of Bangladesh at the Threshold of Future: An Analytical Perspective” শীর্ষক বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তৃতানুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন Baha’I Community-এর তরুণ উন্নয়ন সংগঠক মাহমুদ মেহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

Post MIddle

ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন ডি রোজারিও। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট