হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন

22“Continuing Education With A One Health Focus”  এই থিমকে সামনে রেখে, বিশ্ব ভেটেরিনারি দিবস-২০১৬ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে দুইদিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা গবাদিপশুর বিনামূল্যে টিকাদান, কৃমিনাশক, বিভিন্ন ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করেছে।শনিবার ভোর ৬ টা থেকে সকাল ১০:৩০ টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার শংকরপুর গ্রামে বিভিন্ন প্রকারের ৪৫০ গবাদিপশুকে এনথ্রাক্স, বি.কিউ, পিপিআর, বিসিআরডিভি, এফএমডি টিকাপ্রদান, ঔষধ সরবরাহ, চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ড. খালেদ হোসেন, সহযোগী অধ্যাপক মাইক্রোবায়োলজি বিভাগ; ডা. হায়দার আলী, সহকারী অধ্যাপক প্যারাসাইটোলজি বিভাগ; ডা. মাহমুদুল হাসান সুমন, সহকারী অধ্যাপক ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগ; ডা. মিসরাত মাসুমা পারভেজ, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগ। অনুষদের বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল রানা, মাহমুদুল হাসান সাগর, কমল চন্দ্র , মারুফ হাসান সুমন,সোহরাব আলী, মেহেদী প্রমুখ ।

Post MIddle

এ সময় আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ গোলাম কিবরিয়া ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রানী সম্পদ দপ্তর দিনাজপুর। উক্ত কর্মসুচীতে এ সি আই, রেনেটা, স্কয়ার,এস কে এফ ঔষধ দিয়ে সহযোগীতা করে।

 

আগামী সোমবার দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে জাকজঁমক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাবিপ্রবি মাননীয় ভিসি প্রফেসর মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডা. এস. এম হারুন-উর-রশিদ, মেডিসিন, সার্জরী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ডা. মো. ফজলুল হক, এনিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল হামিদ, চেয়ারম্যান, সভাপতিত্ব করবেন ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মোছা. আফরোজা খাতুন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট