জাবিতে নাটক ‘পল্টিবাজ’ প্রদর্শিত হবে ৩ মে

jibon pro et 3নাটক- পল্টিবাজী কাহিনী,চিএনাট্য ও পরিচালনায় : বাকিবিল্লাহ জীবন

আগের কাজ: গোলক ধাঁধা, শূণ্য।

প্রদর্শিত হবে : জহির রায়হান মিলনায়তন,জা.বি.

সময়: বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা।

Post MIddle

তারিখ: ৩ মে ২০১৬ ইং।

 

গল্পের সারসংক্ষেপ : গল্পটি একটি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে ফুটে উঠবে গ্রামের মানুষের জীবনযাত্রা, শৃঙ্খলা-বিশৃঙ্খলা,সর্বোপরি গ্রাম্য রাজনীতির একটা বড় অংশ এখানে প্রাধান্য পাবে।সাথে রোমান্টিকতার ছোয়াও কিছুটাতো থাকছেই।আর বরাবরের মত দর্শকদের কথা বিবেচনায় রেখে কমেডির কোন কমতি রাখা হয়নি।কিন্তু এর মানে এইনা যে এটা একটা কমেডি নাটক।এটি সম্পূর্ণরূপে একটি ম্যাসেজ নির্ভর গল্প। গল্পের স্বার্থেই এখানে বিভিন্ন চরিএ টানা হয়েছে।

 

মন্তব্য: গল্পের প্রসঙ্গ ঠিক রেখে সব কিছুর সমন্বয়ে ভালো কিছু তৈরীর চেষ্টা করেছি। আশা করি আগের কাজগুলোর মত এটিও দর্শকদের হৃদয়ে আলাদাভাবে জায়গা নিবে।

 

অভিনয়ে: মশিউর মুসা, কায়সার হামিদ শিমুল,সোহাগ হোসেন, সাজিদ রহমান ( শিশু শিল্পী),মুনতাহা মণি,স্বর্ণা রেজা, রাসেল উদ্দিন,কবির,সুমন,লাবিব এবং বাকিবিল্লাহ জীবন সহ আরও অনেকে।##

 

 

পছন্দের আরো পোস্ট