জাপানে পড়ার জন্য মনবুকাগাশো বৃত্তি

Digital Image by Sean Locke Digital Planet Design www.digitalplanetdesign.com

বিদেশী শিক্ষার্থীদেরকে জাপানে পড়ালেখা করার জন্য স্কলারশীপ দেয়া হবে। মনবুকাগাকাশো স্কলারশীপ প্রোগ্রামের অধীনে জাপান সরকার এ স্কলারশীপ দিবে। প্রতিটি প্রোগ্রাম হতে ৫০ জন করে ৩ টি প্রোগ্রামে প্রাথমিকভাগে মোট ১৫০ জনকে মনোনীত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৫ মে, ২০১৬।

 

প্রোগ্রাম:

  • আন্ডারগ্রাজুয়েট
  • কলেজ অব টেকনোলজী
  • রিসার্চ (মাস্টার্স ও পিএইচডি)

 

উল্লেখযোগ্য শর্তাবলী:

  • আন্ডারগ্রাজুয়েট: আগ্রহী শিক্ষার্থীর জন্মতারিখ ২ এপ্রিল, ১৯৯৫ তারিখ থেকে ১ এপ্রিল, ২০০০ এর মধ্যে হতে হবে। এছাড়া আন্ডারগ্রাজুয়েট কোর্স-এ আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় সকল যোগ্যতা।

 

  • কলেজ অব টেকনোলজী: শিক্ষার্থীর জন্মতারিখ ২ এপ্রিল, ১৯৯৫ থেকে ১ এপ্রিল ২০০০ এর মধ্যে হতে হবে।

 

  • রিসার্চ (মাস্টার্স ও পিএইচডি): আগ্রহী শিক্ষার্থীর জন্মতারিখ ২ এপ্রিল, ১৯৮২ এর পরে হতে হবে। অনার্স/মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 

 

নিয়মাবলী:

  • আগ্রহীদেরকে প্রথমে প্রাথমিক নির্বাচনের জন্য আবেদন করতে হবে। কেবলমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকেই জাপান দূতাবাস থেকে নির্ধারিত ফর্ম সরবরাহ করা হবে। তাদেরকে দূতাবাস কর্তৃক নির্ধারিত লিখিত পরীক্ষা ও ইন্টারভউ এ অংশগ্রহণ করতে হবে।

 

Post MIddle
  • প্রাথমিক আবেদন করার জন্য শিক্ষার্থীকে এখানে  ক্লিক করতে হবে। অনলাইন ফর্ম সাবমিট করার পর শিক্ষার্থীর প্রদত্ত ই-মেইল এ ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড যাবে। প্রার্থীকে ই-মেইল ওপেন করে অ্যাক্টিভ লিঙ্ক এ ক্লিক করে ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্র এডিট ও প্রিন্ট করা যাবে। ফিরতি ই-মেইল পাওয়া না গেল স্প্যাম/জাঙ্ক মেইল চেক করতে হবে।

 

  • প্রিন্ট করা ফর্মের সাথে সকল পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট সমূহের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

 

  • বিদেশী ডিগ্রীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইস্যুকৃত সমতাকরণ সনদপত্র ও নম্বর/গ্রেড এর সনদপত্র দাখিল করতে হবে। কোন প্রার্থীর পরীক্ষ জিপিএ-৫ স্কেলে হলে প্রাপ্ত নম্বরের সাথে ১৬ গুণ করে এবং জিপিএ-৪ হলে ২০ গুণ করে শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন ফর্ম এর % ঘরে লিখতে হবে। যেমন কোন প্রার্থীর প্রাপ্ত জিপিএ ৪.৮ হলে ৫ স্কেলে % হবে ৭৬.৮ ।

 

  • প্রাথমিক নির্বাচনের জন্য আবেদনপত্র সকল সার্টিফিকেট, মার্কশী, আইএলটিএস/টোফেল/জাপানী ভাষা শিক্ষার সার্টিফিকেট (যদি থাকে) সহ আগামী ১৫ মে, ২০১৬ বিকাল ৪.০০ টার মধ্যে ডাকযোগে শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-১৯ এ প্রেরণ করতে হবে। অথবা সরাসরি বাংলাদেশ সচিবালয়ের ৯ নং কাউন্টারে জমা দিতে হবে।

 

  • আবেদপত্র একটি বড় খামে ভরে প্রেরণ করতে হবে। খামের ওপর প্রোগ্রামের নাম ও লেভেল যেমন আন্ডারগ্রাজুয়েট/মাস্টার্স প্রোগ্রাম। ট্র্যাকিং নম্বর ও স্পষ্ট ভাবে লিখতে হবে।

 

  • শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন ফর্ম পূরণ সম্পর্কিত কোন সমস্যার জন্য scholarship@banbeis.gov.bd তে ই-মেইল করা যাবে।

 

  • একজন প্রার্থী কেবলমাত্র একটি প্রোগ্রামে আবেদন করতে পারবে।

 

  • শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদেরকে জাপান দূতাবাস কর্তৃক আয়োজিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

  • নির্বাচিত হলে উক্ত বৃত্তি গ্রহণে অনিচ্ছা প্রকাশ করবেন না মর্মে নিশ্চিত এমন প্রার্থীগণই আবেদন করবেন।

 

  • আন্ডারগ্রাজুয়েট ও কলেজ অব টেকনোলজির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ বা সমমান, আইএলটিএস/টোফেল/জাপানী ভাষা শিক্ষা সার্টিফিকেট প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।

 

  • মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীকে পরীক্ষায় ন্যুনতম ৬০% নম্বর পেতে হবে।

 

পছন্দের আরো পোস্ট