অনুভবে মহারাণী
ছাদের কোণে বসে আছি,
অপেক্ষার প্রহরের ফাঁকে
সব তারাগুলো গুণবো বলে ।
মহারাণী!হয়ত তুমিও তাই করছ!
নয়ত ঘাপটি মেরে বসে আছ দরজায়,
তবে অনুভব করছি তোমায় মৃদু হাওয়ায় ।
মহারাণী!প্রত্যেকটা তারা তোমায় দিব,নেবে?
নাকি অভিমান বুকে চাপিয়ে
না বলা কথাগুলো আজও বলবে না?
মহারাণী!দুহাত তুলে বাতাসে ভেসে-
তোমাকে অনুভব করার চেষ্টা করছি ।
তুমি কি ভাবছ পাগলামি করছি?
না,শুধু তোমায় উপলব্ধি করতে চাচ্ছি ।
আমার আকাশের দক্ষিণ কোণে দেখ,
ঐ তারাটি আমার পছন্দের ।
তুমি কি দেখছ মহারাণী?
মন খারাপ হলে দেখ না ছাই!!!
মার্বেল ভেবে খেলা কর-
দেখবে একসময় অভিমান ভাঙবেই
আর আমি আছি তোমার প্রতিক্ষায় ।
মহারাণী!মহারাণী!তারাগুলো কি নেবে না?
তাহলে বরং আমি গুণতেই থাকি-
প্রশান্তি না হোক,
অন্তত আশায় বাঁধি ।#