জাবিতে ৮ দিনব্যাপী পাট বস্ত্রের প্রদর্শনী

JU Logoজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে ‘বাংলাদেশ জুট এন্ড ইকনোমিক রেভুল্যুশন’ বিষয়ক আট দিনব্যাপী পাট বস্ত্র প্রদর্শনী। জাবির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রদর্শনী চলবে আগামী ছয় মে পর্যন্ত। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় জাবি সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্ষীয় ফ্যাশন হাউজের পরিচালক মো. আমির হোসেন রঙ্গন।

 

শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অথিতি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সভাপতি এম এম ময়েজউদ্দীন, নাট্যকার আফজাল হোসেন প্রমুখ।

 

Post MIddle

ক্ষীয় ফ্যাশন হাউজের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।মো. আমির হোসেন রঙ্গন বলেন, ‘সোনালী আশকে আমরা যদি সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারি তবে দেশর অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। তুলার বিপরীতে পাট দিয়ে বস্ত্র উৎপাদন করলে কয়েকগুণ খরচ কম পড়বে।’

 

তিনি আরও বলেন , অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধি করতে এই পাট বস্ত্র অপরিসীম ভূমিকা পালন করবে এজন্য তিনি সরকারের সর্বাত্মক সহযোগীতা কামনা করেছেন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট