শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ও সময়পরিবর্তন

107689_163বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬-এর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট অনিবার্য কারণবশত আগামী ৭ মের পরিবর্তে ১৩ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৬ মের পরিবর্তে ১৩ মে বিকেল চারটা হতে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এনটিআরসিএ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানায়।

 

উল্লেখ্য, এবার ২০টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণদের যথাক্রমে আগামী ১২ ও ১৩ অগাস্ট লিখিত পরীক্ষায় বসতে হবে। বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হয়।
 

Post MIddle

২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষা নেওয়া শুরু করে।আগে একই দিন একসঙ্গে এক ঘণ্টা এমসিকিউ ও তিন ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হলেও দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে এমসিকিউ ও লিখিত পরীক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট