যদি কোন এক ভোরে

nazimযদি কোন এক ভোরে –

ঘুম ভেঙে দেখো তুমি আমি ঘুমিয়ে আছি চিরতরে।

প্রিয় আমি জানি কেমনে কাটিবে তোমার সেই ক্ষন,
সে যে আরও যন্ত্রনা আমার মিত্যুর চেয়েও –
তোমার জীবিত মরন।
তখন বাতাসে পাতিয়া কান তুমি খুজিবে সেই সুর,
যে সুরে ডেকেছি তোমায় থেকে দুর থেকেও বহুদুর।
জানি সে বাতাস সেদিন আমারে ছাড়িয়া –
জড়াবে প্রিয় তোমায় বিষাদীচাদর হইয়া।
সঙ্গি হইবে তোমার নিরবও ক্রন্দন।
সে যে আরও যন্ত্রনা আমার মিত্যুর চেয়েও-
তোমার জীবিত মরন।

জানি তুমি হইবে দিশেহারা খুজিয়া সেই তারা,

Post MIddle

দুজন থেকেও দুই মেরুতে জীবনের শুরুতে সারা রাত দিয়েছিলাম পাহারা।

আমার মত অন্ধকারে সেদিন রাত্রির বুক,

আধারে ঢাকিয়া তোমায় অশ্রুতে ভিজাবে চিবুক।

আধারে ঢাকিবে তোমার স্মৃতিরও ভূবন।
সে যে আরও যন্ত্রনা আমার মিত্যুর চেয়েও-
তোমার জীবিত মরন।

কবিঃ নাজিম আহমেদ।
শিক্ষার্থীঃ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
সরকারী কে সি কলেজ, ঝিনাইদহ।
উৎসর্গঃ মিনু আহমেদ কে।

পছন্দের আরো পোস্ট