আগামী শীতে ঢাবিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

Pic. C. Festival

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী শীত মৌসুমে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হবে। মঙ্গলবার  (২৬ এপ্রিল ২০১৬) উপাচার্য দফতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

Post MIddle

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী এবং সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. লীনা তাপসী উপস্থিত ছিলেন।

 

 

 

 

সাংস্কৃতিক উৎসব সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি শুরু করেছে। বিভিন্ন আবাসিক হলে ইতোমধ্যেই সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ এবং নৃত্যকলা বিভাগের যৌথ উদ্যোগে আবাসিক হলগুলোতে শিগ্গিরই সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করা হবে।

পছন্দের আরো পোস্ট