রাবিতে শিক্ষক হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল
চারদিক থেকে ভিমরুলের মতো জমায়েত হতে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। মুহুর্তেই তাদের উপস্থিতি উত্তাল জনসমুদ্রে পরিণত হয়। খাঁ-খাঁ রৌদ্র উপেক্ষা করে মিছিলে আওয়াজ তোলে শিক্ষার্থীরা। ‘এক দফা এক দাবি, শিক্ষক হত্যার বিচার চাই’।
মঙ্গলবার সকাল ১১টায় টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। তারপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে দাঁড়িয়ে যায় শিক্ষার্থীরা। হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর থেকে কাজলা গেইট পর্যন্ত এক ঘন্টা অবরোধ করে রাখে। এতে বন্ধ থাকে গাড়ি চলাচল।
এসময় প্রধান ফটকের সামনে রাস্তায় ফাঁসির দড়ি আঁকিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবির জানায় তারা। পরবর্তীতে সেখান থেকে সাবাস বাংলাদেশের সামনে এসে শিক্ষার্থীরা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে আগামীকাল সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী রাজশাহীর শালবাগান এলাকায় দূর্বৃত্তদের হামলায় নিহত হয়।
ফারুক খান
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২৬ এপ্রিল ২০১৬
০১৭৬২৪৪০৪২০