ঢাবির পরিসংখ্যান বিভাগে নবীন বরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সোমবার (২৫ এপ্রিল) বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: মোবারক হোসেন। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ