বাকৃবিতে টেলিছবি ‘জেড-ফ্যাক্টর’ প্রদর্শিত

Z-factor3বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইতিহাসে প্রথম টেলিছবি ‘জেড-ফাক্টর’ প্রদর্শিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে প্রদর্শিত হয় বহুল আকাঙ্খিত এই টেলিছবি ‘জেড-ফাক্টর’ ।

 

Post MIddle

বাটারফ্লাই ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত টেলিছবি ‘জেড-ফাক্টর’ এ প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রকিব, হাসান এবং জেরিন।
এর আগে, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সকাল ১০টায় তারেক মাসুদের ‘মাটির ময়না, বিকেল ৩টায় জনপ্রিয় অ্যানিমেশন মুভি ‘ইপিক’ প্রদর্শিত হয়।

 

বাটারফ্লাই ফিল্ম প্রোডাকশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও টেলিছবি ‘জেড-ফাক্টর’ এর পরিচালক শামস সুমন জানান, ‘জেড-ফাক্টর’ প্রদর্শনের পর থেকে বহুজনের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। সবাই অনেক প্রশংসা করেছে। সকলের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরো ভাল কিছু উপহার দিতে পারবো।

 

 

 

 

পছন্দের আরো পোস্ট