ঢাবিতে বাঁধন ট্রান্সফিউশন সেন্টার স্থাপনের চেক হস্তান্তর

24-04-2016_Badhan Checkঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ স্থাপনের জন্য ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে প্রথম কিস্তির ২০ লাখ টাকার একটি চেক  রবিবার (২৪ এপ্রিল)  বিকেলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করা হয়।

 

উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজমসহ বাঁধনের প্রাক্তন এবং বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ স্থাপনের জন্য আর্থিক অনুদান দেওয়ার জন্য দাতাকে ধন্যবাদ জানান এবং শীঘ্রই মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট