রাবিতে শিক্ষক হত্যার প্রতিবাদ, ক্লাস-পরীক্ষা বর্জন

RU Teacher Murder Follow up pic 24.04.2016 (2)রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শোক-মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার বেলা ১১ টায় প্যারিস রোড থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান প্রমূখ।

 

সমাবেশে রাবি উপাচার্য বলেন, এ হত্যাকান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বেঁচে থাকার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে শূণ্যতা। পূর্বে আমরা অনেক শিক্ষককে হারিয়েছি। তাই স্বাভাবিকভাবেই আমরা উত্তাল হয়েছি।। এ বিশ্ববিদ্যালয় শান্ত হবে না, যতক্ষণ হত্যাকারীদের আমাদের সামনে হাজির করা না হয়, তাদের বিচার না হয়।

 

এসময় রাবি শিক্ষক সমিতির ব্যানারে বিকেল সাড়ে পাঁচটায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে একটি মানববন্ধনের ঘোষণা দেয়া হয়। একই সময়ে এ হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে রাবি প্রগতিশীল ছাত্রজোট।

 

Post MIddle

এদিকে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার বিভাগসমূহে কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের ক্লাসরুমগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কিছু কিছু বিভাগের অফিসকক্ষগুলো খোলা থাকলেও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততম জায়গা টুকিটাকি চত্ত্বর ফাঁকা। রাস্তাতেও নেই কোনো রিকশা। বিভিন্ন বিভাগে নির্ধারিত পরীক্ষাও স্থগিত করেছে সংশ্লিষ্ট বিভাগের পরীক্ষা কমিটি।

 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু জানান, সহকর্মী রেজাউল স্যারের হত্যাকা-ের শোকের ছায়া হিসেবে সোমবার পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি মাননবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট