এশিয়া প্যাসিফিকে টেকসই উন্নয়ন বিষয়ে সেমিনার
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আয়োজিত ব্যবসায় প্রশাসন বিভাগের সেমিনার রুমে ভারতে টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় আইসিটির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় এপ্রিল ২৪, ২০১৬।
ভারতের বিখ্যাত প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ সুবিমল ভট্রাচার্য প্রধান অতিথি হিসেবে ভারতে ক্রমবর্ধমান অর্থনীতিতে আইসিটির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে দরিদ্রতা সবচেয়ে বড় বাঁধা। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানব সম্পদ উন্নয়নের কোন বিকল্প নাই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ইউএপির ট্রাষ্টি বোর্ডের সদস্য সি এম শফি সামী ও আনহার এ চৌধুরী, ইউএপির উপ উপাচার্য এম আর করীর এবং বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকমন্ডলী। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ