শিক্ষামন্ত্রীকে এন ইউ ভিসি’র অভিনন্দন
দেশের শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এনআরবিসি ব্যাংক এ্যাওয়ার্ড ২০১৬ লাভ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নূরুল ইসলাম নাহিদ এমপিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে এক বিবৃতিতে বলেন, “প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার প্রসার ও সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনা ও পরামর্শক্রমে মাননীয় শিক্ষামন্ত্রী বিগত বছরগুলোতে যে নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম করে আসছেন, এ অর্জন তারই স্বীকৃতি।”