কমনওয়েলথ স্কলারশীপ নিয়ে অস্ট্রেলিয়ায় মাস্টার্স

newcastle-upon-tyne-universityকমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদেরকে মাস্টার্স পড়ার জন্য স্কলারশীপ দেয়া হবে। অস্ট্রেলিয়ার নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয় ও কমনওয়েলথ যৌথভাবে এ স্কলারশীপ দিবে। স্কলারশীপপ্রাপ্ত শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়ালেখার যাবতীয় খরচসহ অন্যান্য সুযোগসিুবিধা পাবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬।

 

বিশ্ববিদ্যালয় পরিচিতি: নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এ অবস্থিত। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। দেশী শিক্ষার্থীদের পাশাপাশি এখানে প্রচুর বিদেশী শিক্ষার্থীও লেখাপড়া করে। এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে দেশ-বিদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয়া হয়।

 

কোর্স লেভেল: মাস্টার্স।

 

বিষয়: শিক্ষার্থী নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ে আছে এমন সকল বিষয়ে পড়তে পারবে।

 

যোগ্যতা:

  • মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য সাধারণত: প্রয়োজনীয় সকল যোগ্যতা।
  • ইংরেজী ভাষা দক্ষতা কোর্স (আইএলটিএস) এ ন্যুনতম ৬.৫ স্কোর তুলতে হবে।
  • অনার্স-এ ফলাফল সকল ক্ষেত্রে প্রথম বিভাগ থাকতে হবে।
  • শিক্ষাজীবনের কোন ক্ষেত্রে দুই বছরের অধিক বিরতি গ্রহণযোগ্য নয়।
  • কোন ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
  • অস্ট্রেলিয়ায় থাকার জন্য শারিরীক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ।

 

Post MIddle

বৃত্তির পরিমাণ:

  • রাউন্ড ট্রিপ এয়ার টিকেট
  • আবাসন ভাতা
  • চিকিৎসা ভাতা
  • অভ্যন্তরীণ যাতায়াত ভাতা
  • একাডেমিক যাবতীয় খরচ

 

প্রয়োজনীয় কাগজপত্র:

  • সকল একাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি
  • রিসার্চ প্রোপোজাল
  • এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিজ এর এভিডেন্স (যদি থাকে)
  • কারিকুলাম ভিটা
  • প্রকাশনার কপি ( যদি থাকে)

 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে সাবমিট করা ডকুমেন্ট অনুযায়ী প্রাথমিক বাছাই করা হবে। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত শিক্ষার্থীদেরকে পরবর্তী নির্দেশনা দেয়া হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।

 

স্কলারশীপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

পছন্দের আরো পোস্ট