চুয়েটের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব গ্রহন

_DSC0005চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম তাঁর দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শাখা প্রধান সমন্বয়ে আয়োজিত এক সভায় তিনি এই সহযোগিতা কামনা করেন।

 

 

এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘‘আজ এক নতুন গুরুদায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন, এই বিশ্ববিদ্যালয় আমার প্রাণের প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানেরই ছাত্র ছিলাম। কর্মজীবনও শুরু করি এখানে। অবশেষে ২০১৩ সালের ৬ মার্চ থেকে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আমি বর্তমানে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছি। এই প্রতিষ্ঠানের নানা উত্থান-পতনের অভিজ্ঞতা আমি খুব কাছ থেকেই দেখেছি। আপনারা সকলের সাথেই আমার সুন্দর সম্পর্ক এবং ভালো জানা-শোনা আছে। সুদীর্ঘ সময় এই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকার কারণে এই প্রতিষ্ঠানের প্রতি আমার বিশেষ একটি টান আছে, আলাদা মমত্ববোধ আছে, আন্তরিক ভালোবাসা আছে। তাই আপনাদের একজন আপন মানুষ হিসেবেই আমি নতুন দায়িত্ব সম্পাদনে আগ্রহী। আপনারা জানেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের সকলের প্রচেষ্টায় গতিশীল একটি ট্র্যাকের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠা করতে পারব।

 

Post MIddle

আমি এখানে সুষ্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে, যেসব ভালো ভালো কাজ আমরা সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাচ্ছি তা যে কোন মূল্যে অব্যাহত রাখা হবে। এছাড়া এই বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে আমার নিজস্ব কিছু ভিশন রয়েছে, যা আমি আপনাদের সকলের সাথে মতবিনিময় করে, সকলের সার্বিক সহযোগিতায় সম্পাদনে ইচ্ছুক। আমি এই বিশ্ববিদ্যালয়কে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহযোগে একটি সুন্দর পরিবার হিসেবে সবসময় দেখতে ইচ্ছুক। শিক্ষা-গবেষণায় যাতে কোন ব্যাঘাত না ঘটে সেদিকে আমার বিশেষ দৃষ্টি থাকবে। এছাড়া কেউ যাতে তাঁর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়টিও আমি সার্বক্ষণিকভাবে দেখব। এ লক্ষে আমি আপনাদের সার্বিক পরামর্শ ও ঐকান্তিক সহযোগিতা বিশেষভাবে কামনা করছি। ইতিমধ্যে আপনারা আমাকে আন্তরিকভাবে স্বাগত জানানোয় আমি ধন্য। আশা করি, সকলে মিলে এই প্রিয় প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে পারব। আমি আপনাদের সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করছি।’’

 

প্রসঙ্গত, কার্যকাল ৪ (চার) বৎসর পূর্ণ হওয়ায় অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম গত ১৫/০৪/২০১৬ খ্রিঃ তারিখ পূর্বাহ্নে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্বভার হস্তান্তর করেন এবং বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০(৩) ধারা অনুযায়ী অদ্য ১৫/০৪/২০১৬ খ্রিঃ তারিখ পূর্বাহ্নে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বভার গ্রহন করেন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট