মুজিবনগর দিবসে ইবিতে পাল্টাপাল্টি কর্মসূচি

IU PIC.17ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে রোববার পৃথক ভাবে আলোচনা সভা ও র‌্যালি-সমাবেশ করেছে উভয় গ্রুপ।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রথমে বঙ্গবন্ধু পরিষদের নয়া সভাপতি ড. জাকারিয়া ও সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

IU PIC.17.2সমাবেশে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন অনুর পরিচালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অধ্যাপক ড. রাশিদ আসকারি, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সাধারন সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমূখ।

 

Post MIddle

এদিকে প্রায় একই সময়ে সকাল ১১টার দিকে অনুষদ ভবনের নীচতলায় ইংরেজি বিভাগের ক্লাস রুমে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মামুনুর রহামনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু প্রমূখ।

 

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে মেহেরপুর জেলা ছাত্র উন্নয়ন সংঘের আয়োজনে খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক ও আইসিই বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের নেতৃত্বে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত মেহেরপুর জেলা শিক্ষার্থীরা অংশ নেয়।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট