এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপিত

20160414_083541 (2)অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী নানা কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ ১৪২৩ পালিত হচ্ছে।

 

নববর্ষের প্রভাতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলের অংশগ্রহনে বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। বৈশাখী শোভাযাত্রায় সকলের হাতে ছিল বাংলার ঐতিহ্য সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড ও বৈশাখী মুখোশ। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ বলেন, নববর্ষ সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিঁনি সকলকে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় কালে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।

 

Post MIddle

হরিমোহন স্কুল মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টলে বাংলার ঐতিহ্য ও কৃষ্টি প্রদর্শন করা হয়। মেলার দর্শনার্থীদের মাঝে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টি মিঠাই বিতরণ করা হয়।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট