বাকৃবিতে ‘ঘুড়ি উৎসব’ পালিত

Kite (3) - Copyনতুন বছর নিয়ে আসুক নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধু ভালবাসা, হানাহানি ভেদাভেদ সব কিছু ভুলে, এসো সবে মিলেমিশে চলি সৎ পথে-এই শ্লোগানকে ধারণ করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের মাধ্যমে নতুন বাংলা বর্ষকে একটু ভিন্নভাবে বরণ করে নিলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।‘অঙ্কুর সাংস্কৃতিক সংগঠন’ এর ব্যানারে বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সংলগ্ন মাঠে বিকেল ৫টায় এই বর্ণিল ঘুড়ি উৎসবের আয়োজন কবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Post MIddle

Kite (2) - Copy

ঘুড়ি উৎসব বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী একটি উৎসব। মুঘল আমল থেকেই বাংলাদেশে এই উৎসব পালিত হয়ে আসছে। পহেলা বৈশাখকে আরও রঙিন করে তুলতে এই ব্যতিক্রমী আয়োজন বলে জানান আয়োজকরা।
Kite (1) - Copy

পছন্দের আরো পোস্ট