ভিন্নভাবে বর্ষকে বরণ করতে বাকৃবিতে ‘ঘুড়ি উৎসব’
নতুন বছর নিয়ে আসুক নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধু ভালবাসা, হানাহানি ভেদাভেদ সব কিছু ভুলে, এসো সবে মিলেমিশে চলি সৎ পথে। নতুন বাংলা বর্ষকে একটু ভিন্নভাবে বরণ করে নিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘অঙ্কুর সাংস্কৃতিক সংগঠন’ এর ব্যানারে বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সংলগ্ন মাঠে বিকেল ৪টায় এক বর্ণিল ঘুড়ি উৎসবের আয়োজন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পহেলা বৈশাখকে আরও রঙিন করে তুলতে এই ব্যতিক্রমী আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকরা জানিয়েছেন, ইতিমধ্যে ঘুড়ি উৎসবের জন্য বিভিন্ন আকারের ঘুড়ি, নাটাই, সূতা ইত্যাদি প্রস্তুত করা হয়েছে। পহেলা বৈশাখে বাকৃবির বৈশাখী চত্বর থেকে সেই সব সরঞ্জামাদি সংগ্রহ করা যাবে।
আয়োজিত ঘুড়ি উৎসবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর মহাদয় উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপণ করেছেন।