কুয়েটে অমর একুশে হলের শিক্ষার্থীদের বিদায় ও বরণ

Ekushey Hallখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অমর একুশে হলের ২০১১ ব্যাচের ছাত্রদের বিদায় সংবর্ধনা ও ২০১৫ ব্যাচের ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অমর একুশে হলের আয়োজনে অনুষ্ঠানটি ১২ এপ্রিল মঙ্গলবার সন্ধা ৭টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

 

অমর একুশে হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোঃ বজলার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুরকৌশল অনুষদ এর ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক, ছাত্র কল্যাণ কার্যালয়ের পরিচালক প্রফেসর ড. সোবহান মিয়া। এছাড়া অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করেন।

 

এসময় অতিথিবৃন্দ নবীন ছাত্রদের ফুল ও বিশেষ উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী গ্রাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও অমর একুশে হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট