রাবিতে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন ১৫ ও ১৬ এপ্রিল

Rajshahi_University-medium20160128074553
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগেরর আয়োজনে আগামী ১৫ ও ১৬ এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন ও অ্যালামনাই মিলনমেলা। আজ বেলা আড়াইটায় বিভাগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনান বিভাগের সভাপতি অধ্যাপক মোর্বারা সিদ্দিকা।

 

 

তিনি জানান, ফোকলোর বিভাগ ও ফোকলোর অ্যালামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ‘ফোকলোর অধ্যয়নের সাম্প্রতিক ধারা’ শীর্ষক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। ।

 

 

Post MIddle

রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করবেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী’র উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করবেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী’র উপাচার্য অধ্যাপক আবদুল খালেক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ মো. আব্দুল ওদুদ, রাবি উপ-উপাচায অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নিলুফার সুলতানা, উত্তরা ইউনিভার্সিটি, ঢাকা’র উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা এবং মানবতাবাদী লেখক ও লালন গবেষক জাপানি নাগরিক নাওমি ওয়াতানাবে।

 

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস বরুণ কুমার চক্রবর্তী। সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুকরা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন, ফোকলোর অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান প্রমূখ।

 

পছন্দের আরো পোস্ট