বাউবিতে বিএড প্রোগ্রাম নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

1460374543বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড প্রোগ্রামের সমন্বয়কারী ও টিউটরদের দক্ষতা বৃদ্ধিকল্পে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে শুরু হয়েছে। বাউবি উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।

 

কর্মশালায় ওডিএল এবং ই-লার্নিং, বাংলাদেশের প্রেক্ষাপটে ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং, কোয়ালিটি অ্যাসুরেন্স, টিচিং প্র্যাকটিসে সমস্যা ও উন্নয়ন কৌশল, সমন্বয়কারী ও টিউটরদের দায়িত্ব ও কর্তব্যসহ সাতটি সেশন অনুষ্ঠিত হবে।

 

Post MIddle

স্কুল অব অ্যাডুকেশনের ডিন অধ্যাপক সুফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোহসীন উদ্দীন। স্কুল অব অ্যাডুকেশন আয়োজিত এ কর্মশালায় বিএড প্রোগ্রামের ১৭টি স্টাডি সেন্টারে ৩৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় দেশের সকল টিচার্স ট্রেনিং কলেজ, নায়েম, বি এম টি টি, নেকটার ও দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

 

পছন্দের আরো পোস্ট