জাবিতে নবীন শিক্ষার্থীদেরকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই

DSC03203জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের দুই হাজার নবীন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসামাপ্ত আত্মজীবনী’ বই উপহার দিয়েছে শাখা ছাত্রলীগ।

 

সোমবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে শাখা ছাত্রলীগের উদ্যেগে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে এ উপহার দেয়া হয়। এছাড়াও কলম ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

 

Post MIddle

DSC03175বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের সঞ্চালানয় ও জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইন প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতায় আমরা শতবর্ষব্যাপী গ্রামেও বিদুৎ পৌছে দিতে সক্ষম হয়েছি। যারা শত বর্ষ আগেও বিদুৎ কি তা জানতো না। আগামী দুই বছরের মধ্যে দেশের সকল ঘরে আমরা বিদুৎ পৌছে দিতে পারবো বলে আশা করছি।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট