এশিয়ান ইউনিভার্সিটিতে পরীক্ষা সংক্রান্ত বিশেষ সভা

03 (1)১১ এপ্রিল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর এক্সাম অফিসের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় । এইউবি’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক, এক্সাম কন্ট্রোলার ও ভিসি মহোদয়ের বিশেষ এইডি কে, এম, মনিরুল ইসলাম, ডিন মহোদয়গণ, বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকমন্ডলী ।

 

সভায় স্প্রিং ২০১৬ সেমিস্টার এর চুড়ান্ত পরীক্ষা গ্রহণের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন মাননীয় উপাচার্য। উপাচার্য মহোদয় বলেন, এইউবি’র সকল ফ্যাকাল্টি মেম্বার এর আন্তরিকতা ও নিষ্ঠার ফলশ্রুতিতে সুষ্ঠ পরীক্ষা গ্রহণে ইতিমধ্যেই আমরা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি । আগামী দিনে এই সফলতা ধরে রাখতে সকলের প্রতিশ্রুতি ও সাবলীল অংশগ্রহণ কামনা করেন উপাচার্য মহোদন।

 

Post MIddle

তিনি আরো বলেন, সক্ষমতা, আন্তরিকতা ও স্বচ্ছতা এই তিনটি গুণের সমন্বয় হলে একজন শিক্ষক নিজেকে কাঙ্খীত মানে উপস্থাপন করতে পারেন। এই তিনটি গুণের অনুশীলনের জন্য উপাচার্য মহোদয় সকলের প্রতি আহ্বান জানান।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট