
জাবিতে শূন্য আসনে ভর্তি কাল থেকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন অনুষদের ২৯টি শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে ১৩ এপ্রিল।শনিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য জানান।

জানানো হয়, আগামী ১১ এপ্রিল সকল ইউনিটের শূন্য আসন সমূহের তালিকা ইউনিট অফিস, বিভাগের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ১৩ এপ্রিল বেলা ১২টায় সশরীরে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী শূন্য আসনে ভর্তি করা হবে।