কুয়েটে সিএসই বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। সিএসই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি মঙ্গলবার (১২ এপ্রিল) বিকাল ৩ঃ৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সিএসই এসোসিয়েশন এর সভাপতি প্রফেসর ড. এম এম এ হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ শেখ সাদী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী গ্রাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ