কুমিল্লায় স্বাধীনতা শিক্ষক পরিষদের সভা

DSC_0509

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সংগঠনের কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

 

 

বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, সেকায়েপ এর আঞ্চলিক উপ-পরিচালক শাহ আলম, কুমিল্লা সদরের মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মোমতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অধ্যক্ষ কবির হোসেন, অধ্যক্ষ ফেরদৌস আহমেদ, আয়েশা খাতুন, অধ্যক্ষ শরীফুল ইসলাম, শামীম হায়দার, সৈয়দ ইব্রাহিম প্রমুখ।

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, যে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারে সে সরকার অবশ্যই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে পারবে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

পছন্দের আরো পোস্ট