প্রশিক্ষণের জন্য সিভাসুর ৫৯ শিক্ষার্থীর ভারত গমন

_DSCedit news size3891প্রাণিচিকিৎসক হয়ে দেশের সেবা করার এক বুক আশা ও স্বপ্ন নিয়ে তারা ভর্তি হয়েছিলেন ডিভিএম কোর্সে। দীর্ঘ চার বছর ক্লাস রুম ও ল্যাবরেটরীতে ব্যস্ত সময় কাটিয়েছেন। শিক্ষকদের তীক্ষ্ণ নজরদারী ও কঠোর শৃঙ্খলার মধ্যে নিজেদের ঝালাই করে নেওয়ার পর এখন ইন্টার্ণশীপের পালা। পঞ্চম বর্ষ পুরোটাই ইন্টার্ণশীপের। এরপর চূড়ান্ত ফলাফল নিয়ে প্রবেশ করবেন কর্মজীবনে ।

 

বিশ্ববিদ্যালয়ের ডিভিএম কোর্সের ১৬তম ব্যাচের ৫৯ জন ছাত্রছাত্রী প্রতিবারের মত এবারও ভারতে এক মাস ইন্টার্ণশীপ সম্পন্ন করবেন। দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যে অবস্থিত এশিয়ার স্বনামধন্য ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান তামিলনাডু ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন এবং মাদ্রাজ ভেটেরিনারি কলেজে ১৫ দিন প্রশিক্ষণ গ্রহণ করবেন। সেখানকার অভিজ্ঞ শিক্ষকদের অধীনে ৩০ দিনের এই প্রশিক্ষণকে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হয়।

 

ইন্টার্ণশীপের উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা আজ সোমবার বিকেলে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দেশে ফিরবেন ১৯ মে ২০১৬। ছাত্রছাত্রীদের সাথে এবার গাইড হিসেবে যাচ্ছেন মেডিসিন এ- সার্জারি বিভাগের প্রফেসর ড. ভজন চন্দ্র দাস এবং ডেইরী এ- পোল্ট্রি বিভাগের সহকারি অধ্যাপক ডা. বাবু কান্তি নাথ।

Post MIddle

 
ভারত গমন উপলক্ষ্যে আয়োজিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেছেন, হাতে-কলমে ব্যবহারিক কাজ শিখার উদ্দেশ্যে এ বিশ্ববিদ্যালয় দেশে প্রথম ইন্টার্ণশীপ কর্মসূচি চালু করেছিল। ভারতে অবস্থানকালীন সময়ে সেখানকার অভিজ্ঞ অধ্যাপকদের তত্ত্বাবধানে ক্লিনিক্যাল প্র্যাকটিস রপ্ত করতে পারলে কর্মজীবনে এর সুফল পাওয়া যাবে। উপাচার্য ছাত্রছাত্রীদের আন্তরিকতার সাথে ব্যবহারিক কাজ করার জন্য আহবান জানান।

 

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার নুরুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, ভেটেরিনারি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. রায়হান ফারুক, এম.এ. হান্নান হলের প্রভোস্ট প্রফেসর ড. ভজন চন্দ্র দাস।

 

উল্লেখ্য, ভারতে একমাসের ইন্টার্ণশীপ ছাড়াও শিক্ষার্থীরা বছরের বাকী সময়ে মিল্কভিটাসহ ডেইরী ফার্ম রোটেশন, পোল্ট্রি রোটেশন, এনজিও রোটেশন, ঢাকা বেজড রোটেশনে ঢাকা সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল, ঢাকা চিড়িয়াখানা, বিএলআরআই (সাভার), নারায়নগঞ্জ ডাক্্ ফার্ম, সাভার গোট ফার্ম ইত্যাদিতে ব্যবহারিক কাজ করবেন। এছাড়াও প্রাণিসম্পদ অধিপ্তরের আওতায় উপজেলা ভেটেরিনারি হাসপাতালে ব্যবহারিক কাজ করবেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট