বেরোবিতে ইলিশমুক্ত পহেলা বৈশাখের আয়োজন

BEROBIবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়ার আয়োজন থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

 

তিনি বলেছেন ‘পহেলা বৈশাখের সাথে ইলিশের কোন সম্পর্ক নেই। পহেলা বৈশাখে ইলিশ নয় বরং নুন-পান্তা-তেল-মরিচই উপযুক্ত খাবার। সাথে ভর্তা বা ডিম ভাজিই যথেষ্ঠ হতে পারে। তাছাড়া ইলিশ প্রজননের এই সময়ে বাঙ্গালী উৎসবের নামে ইলিশ উৎসব করা হলে সাগরে ইলিশের সংখ্যা কমে যাবে। প্রজনন সময়ে উৎসবের নামে ইলিশ নিধন হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে।’ তাই তিনি পহেলা বৈশাখে পান্তা-ইলিশের চর্চা পরিহার করতে সকলের প্রতি আহবান জানান। এবছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের আয়োজনে ইলিশ মাছ রাখা হবে না বলে উপাচার্য ঘোষণা দিয়েছেন।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট