এসইউবিতে সাংবাদিকতা বিষয়ে সেমিনার মঙ্গলবার
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)’র জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ (জেসিএমএস) ও নলেজ অ্যান্ড নেটওয়ার্কিং ক্লাবের উদ্যোগে ‘অনলাইন জার্নালিজম: ডায়নামিক্স, প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারটি ১২ এপ্রিল, মঙ্গলবার এসইউবির ১৩৮ নং কলাবাগানস্থ বিজয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রথম আলো অনলাইনের সহ-সম্পাদক সাইফুল সামিন।
জেসিএমএস ও নলেজ অ্যান্ড নেটওয়ার্কিং ক্লাবের সমন্বয়ক অ্যাসিস্টেন্ট প্রফেসর সজীব সরকার বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা বিশেষ স্থান দখল করে রেখেছে। বিশ্বের প্রাচীন ও ঐতিহ্যবাহী অনেক পত্রিকা প্রিন্ট বাদ দিয়ে শুধু অনলাইন ভার্সনে চলছে।

তা ছাড়া প্রায় সবগুলো পত্রিকা তাদের অনলাইন ভার্সন রেখেছে। এই অবস্থায় অনলাইন সাংবাদিকতা একটি বিশেষ স্থান দখল করে রেখেছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের যুগোপযুগী করে গড়ে তোলার জন্যই আমাদের এই নিয়মিত আয়োজন।##
লেখাপড়া২৪.কম/এমএইচ