ইবির অর্থনীতি বিভাগে র্যাগ ডে উদযাপন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগে র্যাগ ডে উদযাপিত হয়েছে। বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ আয়োজন করে।
বিভাগ সূত্রে জানা যায়, অর্থনীতি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) শ্রেনী শেষ হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর স্নাতক শেষ করে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা। র্যাগ ডে উপলক্ষ্যে সোমবার বেলা ১১টায়মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা রঙের খেলায় মেতে উঠে। পুরো বিভাগে ছড়িয়ে পড়ে আনন্দের আবহ। পরে বিভাগে মিষ্টি বিতরণ করে ছাত্র-ছাত্রীরা। এসময় উপস্থিত ছিলেন বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামনু, প্রফেসর ড. ইসরাত জাহান রুপা, সহযোগী অধ্যাপক আবু রায়হান, সহকারী অধ্যাপক পার্থ সারথী লস্কর প্রমূখ।##
লেখাপড়া২৪.কম/এমএইচ