ইবিতে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে নবীণ বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের দ্বিতীয় তলার করিডোরে এ অনুষ্ঠান শুরু হয়।
রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসনের সঞ্চালনায় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আব্দুল মুত্তালিব এর সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। এছাড়া বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানেনবীণ শিক্ষার্থীদেরকে ফুলদিয়ে বরণ করে নেয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের হাতে সৌজন্য স্মারক তুলে দেন। পরে বেলা দেড়টার দিকে মধ্যাহ্ন ভোজের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।##
লেখাপড়া২৪.কম/এমএইচ