জবিতে নাজিমুদ্দীন হত্যার বিচারের দাবিতে ধর্মঘট

Njim picনাজিমুদ্দিন সামাদ হত্যায় জড়িত অপরাধীদের মঙ্গলবারের মধ্যে চহ্নিত করে গ্রেফতার না করলে বুধবার উপাচাযের্র ভবন ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটে অধিকাংশ বিভাগেই ক্লাস- পরীক্ষা হয়নি। ফলে অচল হয়ে পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

 

সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়কারী ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন বলেন, নাজিম হত্যাকারীদের গ্রেফতারে জবি প্রশাসনের কোন তৎপরতা নেই। সোম ও মঙ্গলবারের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারে অগ্রগতি না পেলে বুধবার উপাচার্য ভবন ঘেরাও করা হবে।

 

জানা যায়, নাজিম হত্যার প্রতিবাদে রোববার সকাল নয়টায় বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ভবনের ফটকের তালা ভেঙ্গে ফেলে।

 

Post MIddle

প্রত্যক্ষদর্শীরা জানান,আজ রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রদের ডাকে ধর্মঘট চলাকালে অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। কিছু কিছু বিভাগে শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা নিয়েছেন বলে জানা গেছে। তবে সড়ক অবরোধ বন্ধে ক্যাম্পাসে বিপুল পরিমান পুলিশ নিয়োজিত রয়েছে।

 

কোতয়ালী থানার ওসি আবুল হাসান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, হত্যাকারীদের গ্রেফতারে ব্যবস্থা নিতে পুলিশের ওয়ারী জোনের ডিসিকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া হত্যাকারীদের গ্রেফতারে সকল ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

উল্লেখ্য গত বুধবার রাতে পুরান ঢাকার সূত্রাপুরের একরামপুর মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন (এলএলএম) কোর্সের বি সেকশনের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার প্রতিবাদে পরদিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করে জবির শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে আজ (রোববার জবিতে) ধর্মঘট আহ্বান করা হয়।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট