জাবিতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পুনর্মিলনী ১৩ এপ্রিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ আগামী ১৩ ও ১৪ এপ্রিল আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান । শনিবার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই আয়োজন করা হয়েছে । ৩০ বছর অতিক্রম করা এ বিভাগটি দ্বিতীয়বারের মতো এমন পুনর্মিলনীর আয়োজন করেছে ।

অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শিক্ষক আহমেদ আমিনুল ইসলাম (০১৭১৩৯২৬৩৪৬ ) ও রেজা আরিফের (০১৭৮৪৩০৮৩১০ ) সঙ্গে এসব নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। #
জাবি/শারমিন/আরএইচ