
কুয়েটে বাংলা বর্ষ বরণে বিস্তারিত কর্মসূচি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পহেলা বৈশাখ-১৪২৩ “শুভ নববর্ষ” উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে রকমারী আয়োজনে সাজানো বৈশাখী মেলা এবং সকাল ৯টায় শুরু হবে বর্ষবরণের গান। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা।
পালকী, ঢোল-তবলা, একতারা, দো-তারা, বিভিন্ন বাদ্যযন্ত্র, গরুর গাড়ী, দেশীয় সংস্কৃতির ছবি সম্বলিত বিভিন প্লাকার্ড, ফেস্টুন, মুখোশসহ আরও অনেক আয়োজনে অডিটরিয়াম প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ফুলবাড়ীগেটসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। শোভাযাত্রার নেতৃত্ব দেবেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল সাড়ে ১০টায় বাউল সঙ্গীত, সাপ খেলা, বানর খেলা, ম্যাজিক শো ও বায়োস্কোপ প্রদর্শনী এবং বিকাল সাড়ে ৩টায় লাঠি খেলা, সাইকেল শো, মোরগ লড়াই, কাবাডি খেলা ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে বাঙালী ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ