এশিয়ান ইউনিভার্সিটিতে একাডেমিক কাউন্সিলের সভা
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ১৫তম একাডেমিক কাউন্সিল সভা গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। এইউবি’র প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষায় অংশগ্রহণকারীদের রেজাল্ট এর অনুমোদন, আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে ক্লাশগ্রহণ বৃদ্ধি, ওয়েভার এর জন্য শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষাপটে সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন গুরুত্ব একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, আমরা এ বছর বিশ্ববিদ্যালয়কে ‘টুয়ার্ডস্ এ রিসার্চ ইউনিভার্সিটি’ বর্ষ ঘোষণা করেছি। এ বছর তাই সকল ফ্যাকাল্টিগণের রিসার্চ কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় কাউন্সিল মেম্বারগণ উপস্থিত ছিলেন।##
লেখাপড়া২৪.কম/এমএইচ